Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
90মহাসড়কে চলতে সক্ষম এমন স্বচালিত গাড়ি বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। বুধবার এক অনুষ্ঠানে তারা গাড়িটির মোড়ক উন্মোচন করে। কোম্পানিটির ‘লেক্সাস জিএস’ মডেলের পরিবর্তিত রুপের এ গাড়িটি রাস্তায় চলাচল, লেন পরিবর্তন ও অন্যান্য যানবাহনকে ওভারটেক করার ক্ষেত্রে বিশেষ সেন্সর পদ্ধতি ব্যবহার করবে। কোম্পানিটি আশা করছে আগামী ৫ বছরের মধ্যে তারা তাদের অন্যান্য মডেলের গাড়িগুলোতেও একই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। টোকিও অলিম্পিকে তারা এ ধরনের গাড়ি প্রদর্শন করবে। গাড়ির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে টয়োটার নিরাপত্তা প্রযুক্তি বিষয়ক প্রধান কর্মকর্তা ইয়োশিদা মরিতাকা বলেন, ‘২০২০ সালে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিক গেমসের সময় এ গাড়িগুলোকে পুরোপুরি রাস্তায় নামানোর লক্ষ্য আমাদের।’ তিনি জানান, এটা তাদের পরীক্ষামূলক সূচনা। তিনি আরও বলেন, ‘গাড়িটি মহাসড়কে প্রবেশ থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নিজেই নিজেকে পরিচালনা করতে স্বক্ষম।’ টয়োটা আশা করছে এ প্রযুক্তির মাধ্যমে তারা ভবিষ্যতে আরও উন্নত গাড়ি নিয়ে আসতে পারবে। যার মাধ্যমে দুর্ঘটনা ও যানজট এড়ানো সম্ভব হবে। এ প্রযুক্তির গাড়িতে কৃত্রিম বুদ্ধিমত্তা স্থাপনে গত মাসে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। টয়োটা মটর করপোরেশন জানায়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনসিটটিউট অব টেকনোলজির (এমআইটি) যৌথ এক গবেষণার মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে এ প্রযুক্তির আরও উন্নয়ন সম্ভব হবে। আরও কিছু প্রধান গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এ ধরনের স্বচালিত গাড়ি নির্মাণের চেষ্টা করছে। গুগল দীর্ঘদিন ধরে সিলিকন ভ্যালিতে এ ধরনের গাড়ির পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়াও আরেক বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান এর আগে ২০১৬ সালের মধ্যে স্বচালিত গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছিল। সূত্র: এএফপি।