Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
46বাংলাদেশের চলচ্চিত্রের পোস্টার কিংবা ব্যানারে ১৮+ লেখা দেখা যায়নি আগে। এবার যেটা দেখা যাচ্ছে তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ সিনেমার পোস্টারে। মজার বিষয় হল- সিনেমার মূল নায়িকাই স্থান পাননি, বরং আইটেম গানে পারফর্ম করা নায়লা নাঈমের খোলামেলা ছবি ঠাঁই পেয়েছে একটি পোস্টারে। আর ১৮+ লেখা ওই পোস্টারে ছেয়ে গেছে রাজধানী। ১৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। ‘১৮+’ ট্যাগ নিয়ে চলচ্চিত্রপাড়া ও সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন শোনা যাচ্ছে কয়েকদিন। কেউ কেউ বলছেন এটা নিছক প্রচারণার জন্য করা। কারণ বাইরের দেশে রেটিং ব্যবস্থা চালু থাকলেও বাংলাদেশে এখনো হয়নি। এ বিষয়ে মুখ খুললেন নির্মাতা তন্ময়। জানান, প্রচারণার কৌশল নয় এটি। বৃহস্পতিবার বিকেলে তন্ময় বলেন, “এটা চলচ্চিত্রের প্রচারণার কোনো মাধ্যাম নয়। ‘পদ্ম পাতার জল’ আমি আমার ছেলেকে নিয়েই হলে বসে দেখেছি। কিন্ত এটা দেখা সম্ভব নয়। তাই সিনেমার পোস্টারে ১৮+ উল্লেখ করে দিয়েছি। এটা দর্শকদের জন্য একটা পরামর্শ বলতে পারেন। অপ্রাপ্তবয়স্কদের চলচ্চিত্রটি না দেখাই ভাল।” ২০১৩ সালের নভেম্বরে শীতের সময় ‘রান আউট’র শুটিং শুরু হয়। এত দেরিতে ছবি মুক্তি দেওয়ার কারণ কী- জানতে চাইলে তন্ময় বলেন, ‘টানা চলচ্চিত্রে কাজ করার অভ্যাস আমার নেই। হয়তো এটা আমার সীমাবদ্ধতা। ছবির কাজটি আমি ধীরে ধীরে করেছি। আশা করছি এ্যাকশন ধাঁচের ছবিটি দর্শকদের ভাল লাগবে।’ ‘রান আউট’ চলচ্চিত্রের মূল চরিত্রে রয়েছেন সজল ও মৌসুমী নাগ। আরও অভিনয় করেছেন- ওমর সানি, তারিক আনাম খান, তানভীর হোসেন প্রবাল, রোমানা স্বর্ণা, সাবিহা মাসুম, জুবায়ের হিল্লোল, জারা, মাহমুদুল ইসলাম সেলিম। তবে ‘১৮+’ নয়, ‘প্রাপ্তবয়স্কদের সিনেমা’ হিসেবে প্রচারণার ইতিহাস বাংলাদেশে আছে। কয়েক দশক আগে আজাদ রহমান নির্মাণ করেন ‘গোপন কথা’ নামের চলচ্চিত্র। পোস্টারে লেখা ছিল ‘বাংলা ভাষায় উপমহাদেশের প্রথম যৌন শিক্ষামূলক ছবি’ ও ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য’। অভিনয় করেছিলেন- সোহেল রানা, কবরী, শামসুদ্দিন টগর, বেবি জামান, কল্পনা, সাইফুদ্দিনসহ আরও অনেকে। কিন্তু ওই সিনেমার পোস্টারে খোলামেলা ভঙ্গির কোনো ছবি স্থান পায়নি। আর ‘রান আউট’কে কখনো শিক্ষামূলক সিনেমাও দাবি করেননি তন্ময় তানসেন।