খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁরা মুজাহিদের সঙ্গে দেখা করবেন।
মুজাহিদের কয়েকজন আইনজীবী জানান, তাঁর (মুজাহিদ) ছোট ছেলে আলী আহমেদ মাবরুফসহ পরিবারের পাঁচ সদস্য দেখা করতে কারাগারে যাবেন।
এ বিষয়ে জানতে চাইলে মুজাহিদের ছেলে আহমেদ মাবরুফ বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাদের পাঁচজনকে দেখা করার অনুমতি দিয়েছে। বেলা ১১টায় আমরা আব্বুর সঙ্গে দেখা করব।’
২০১৩ সালের ১৭ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ের বিরুদ্ধে মুজাহিদের আইনজীবীরা আপিল করলে সর্বোচ্চ আদালত ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন। গত ৩০ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগ তা ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। এ নিয়ে রিভিউ আবেদনের জন্য ১৫ দিন সময় পেয়েছেন মুজাহিদ।