খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : মহাকাশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রস্থে দুই মাইলেরও বেশি এবং শত কোটি প্রাণির মৃত্যুর কারণ হতে পারে এমন একটি বিশালাকৃতির গ্রহাণু ৪৮ ঘণ্টার মধ্যে পৃথিবীকে পাশ কাটিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে পৃথিবীকে পাশ কাটিয়ে যাওয়া গ্রহাণুগুলির মধ্যে এটি অন্যতম বৃহৎ।
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণু ৮৬৬৬৬ নামের ওই গ্রহাণুটি মহাশূন্যে ঘণ্টায় ৪০ হাজার মাইল গতিতে ছুটছে। সাম্প্রতিক সময়ে নাসার রাডারে ধরা পড়া গ্রহাণুগুলির চেয়ে এটি ১৫ গুণেরও বেশি বড়। ধারণা করা হচ্ছে যে, এটির গঠনশিলা এভারেস্ট শৃঙ্গের এক চতুর্থাংশের সমান।
আগামী শনিবার পৃথিবীকে নিরাপদে পেরিয়ে যাবে এই গ্রহাণুটি। জ্যোতির্বিজ্ঞানীরা এটির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।গঁলঃধ-ধংঃবৎড়রফ-২
মাত্র গত সপ্তাহেই স্বঘোষিত পূর্বাভাস দানকারীরা দাবি করে যে, ব্লাডমুন-এর সময় একটি অতিকায় গ্রহাণু পৃথিবীকে নিশ্চিহ্ন করে দেবে। তারা দাবি করে যে, একটি বিশালাকারের শিলাখ- পুয়ের্টোরিকোর উপকূলে আঘাত হানবে এবং তাতে গোটা মানব জাতি ধ্বংস হয়ে যাবে।
বর্তমানে যে গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেটি পৃথিবীতে আঘাত হানলে অন্তত দেড়’শ কোটি মানুষ মারা যেতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
কেউ কেউ ধারণা করছেন যে, গ্রহাণুটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যেতে পারে। তবে এটিকে প্রয়োজনে আঘাত করে ধ্বংস করে দেয়া যায় কিনা সেই প্র¯‘তিও নিচ্ছেন বিজ্ঞানীরা।
নাসা অবশ্য বলেছে যে, গ্রহাণুটি এখনও কয়েক লাখ মাইল দূরে রয়েছে এবং সেটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা নেই।