খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেছে বিএনপি, ছাত্রদল ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদ ও জেহাদের পরিবার।
শনিবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে বিএনপি, ছাত্রদল, জেহাদ স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বিএনপির পক্ষে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক, সদস্য আব্দুল ওহাব, শহীদ জেহাদ স্মৃতি সংসদের পক্ষে সংসদের সাধারণ সম্পাদক ও জেহাদের বড় বোন চামেলী মাহমুদ, বড় ভাই কে এম বশির, কে এম শরাফ উদ্দিন, শহিদুল ইসলাম শহিদ এবং ছাত্রদলের পক্ষে সহ-সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।
এদিকে দিনটি স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও শহীদ জেহাদ পরিষদ।
প্রসঙ্গত, ১৯৯০ সালের ১০ অক্টোবর এরশাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ৭ দলীয় জোটের পল্টন ময়দানে মহাসমাবেশ এবং সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেন ছাত্রদল নেতা কে এম নাজির উদ্দিন জেহাদ। ওই দিন তিনি পুলিশের গুলিতে মারা যান।
শহীদ জেহাদ সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি একই উপজেলার নবগ্রামের মৃত কে এম মাহমুদের ছেলে।
শহীদ জেহাদ দিবস উপলক্ষে শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বাণীতে বলেছেন, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা এবং তাকে বিকশিত করতে আমাদের আরো সংগ্রাম করতে হবে।
তিনি বলেন, আমি স্বৈরাচারবিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।
বাণীতে বেগম খালেদা জিয়া বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক শাসনবিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম শহীদ নাজির উদ্দিন জেহাদ। ৯০-এ স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই ওই বছরই সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের।
তিনি বলেন, নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেন ১৯৮২ সালের ২৪ মার্চ। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার আরাধ্য স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে তার ত্যাগ অস্বীকৃত হবে।
বিএনপি চেয়ারপারসন বলেন, তাই শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে লালন করেই দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে সক্ষম হবো।