Tue. Sep 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Hasina_fbcciখোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা দেবে ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
শনিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এফবিসিসিআই পরিচালক বজলুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। এ জন্য ব্যবসায়িদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
১৩ অক্টোবর বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।