খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : মঙ্গল গ্রহ নিয়ে মানুষ অনেক ভেবেছে। এখন মানুষ মঙ্গলে থাকবে এমনটা বলছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী ২৫ বছর পর মানুষ মঙ্গলে থাকা শুরু করবে। এ ধরনের এক পরিকল্পনা ইতিমধ্যে নেয়া শুরু হয়ে গেছে। পৃথিবীর পর মঙ্গলই হবে মানুষের দ্বিতীয় উপনিবেশ। মঙ্গল থাকার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রথমে এই প্রস্তুতি পৃথিবী থেকেই নেয়া হবে। পরে বাকী প্রস্তুতি মহাকাশ স্টেশনে নেয়া হবে। মঙ্গলে মানুষ চাষ বাস করবে। সেখানে পানির জন্য ব্যবস্থা করবে। সেটি জানিয়েছে নাসা।