Mon. Sep 15th, 2025
Advertisements

27কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : জেলার পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামে ভাতিজা রনির লাঠির আঘাতে চাচা সৈকত আলীর (৪৫) মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈকত আলী ওই উপজেলার মালঞ্চা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের অডিট অফিসে চাকরি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাচা সৈকত আলী ভাতিজা রনিকে স্থানীয় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দেন। সেই প্রশিক্ষণ কেন্দ্র নিয়মিত ক্লাস করতো না রনি। শনিবার সকাল ১০টায় এ বিষয়ে ভতিজার কাছে কৈফিয়ত জানতে চান চাচা। এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে রনিকে থাপ্পড় দেন। এতে রনিও ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে।

লাঠির আঘাতে সৈকত রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমাদের প্রতিনিধি মুঠো ফোনে কথা বললে তিনি বলেন,মৃত আলীর ভাই বাদী হয়ে থানায় মামলা করার প্রক্রিয়া চালাচ্ছে। আশা করি রাতেই মামলার নম্বার দিতে পাড়বো।
ভাতিজা রনিকে আটকের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।