Mon. Sep 15th, 2025
Advertisements

30খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৪শ গ্রাম হেরোইনসহ বাহারুল ইসলাম (৪৫) নামে এক বাসচালককে আটক করেছে পুলিশ।
শহরের বড়হরিশপুর বাইপাস এলাকা থেকে রবিবার সকালে তাকে আটক করা হয়। আটক বাহারুল নরসিংদীর শিবপুর গ্রামের আলী আহমেদের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়হরিশপুর পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী রুপা পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির চালকের সিটের নিচে একটি ব্যাগে বিশেষ কায়দায় রাখা অবস্থায় চারটি প্যাকেটে ৪শ গ্রাম হেরোইন উদ্ধার ও চালক বাহারুল ইসলামকে আটক করা হয়।
জব্দ করা হেরোইনের মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানান তিনি।