Sat. Sep 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি মার্কেটের 52গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে শনিবার অনুষ্ঠিত হলো এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়াম ২০১৫। ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসেফিক ব্যুরোর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করেছে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার। কর্মশালায় ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসেফিক অঞ্চলের চ্যাপ্টার ডেভেলপমেন্ট ম্যানেজার নাভিদ হক রিমোট পার্টিফিশেনের মাধ্যমে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের কমিউনিকেশন এক্সাপার্ট হাসান বেনাউল ইসলাম, এপনিকের পলিসি সিগের কো-চেয়ারম্যান ও ফাইবার অ্যাট হোমের চীফ স্ট্র্যাটেজি অফিসার সুমন আহমেদ সাবির ভিন্ন ভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এবারের ইন্টারনেট সিম্পোজিয়ামের মুল বিষয় ছিল ‘রেসপন্সিবল ইউচেজ অফ সোশ্যাল মিড়িয়া’। এ বিষয়ে প্যানেল আলোচনায় আরও উপস্থিত ছিলেন- ডেফোডিল বিশ্ব বিদ্যালয়ের এমিরাটস প্রফেসর ড. লুৎফর রহমান, নর্থ সাউথ বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. রোকন জামান ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) এর সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক। প্যানেল আলোচনায় কিভাবে নিরাপদভাবে সোশ্যাল মিড়িয়া ব্যবহার করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর আগে অনুষ্ঠানের প্রথম সেশনে ‘অনলাইন চাইল্ড সেফটি’ বিষয়ক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাভেদ সুলতান পিয়াস এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের লোকাল ডেভেলপমেন্ট এক্সপার্ট সুপর্না রায়। এ প্যানেল আলোচনায় আরো আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির প্রেসিডেন্ট লুনা শামসুদ্দোহা ও সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের এডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার লায়লা করিম। আলোচনায় জানানো হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় ৫ কোটির মতো ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, যার প্রায় ১ কোটি ৭০ লক্ষ ফেসবুক ব্যবহারকারী। এর মধ্যে ১৩-১৭ বছর বয়সী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৭ শতাংশ এবং ১৮-২২ বছর ব্যবহারকারী ৪২ শতাংশ। আলোচনায় উঠে আসে ডিজিটাল ডিভাইসগুলো তুলনামূলক উন্মুক্ত জায়গায় ব্যবহার করলে ভালো হয়।