Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : হোয়াটসঅ্যাপের তথ্য বিনা মূল্যে ব্যাকআপ রাখা 53যাবে গুগল ড্রাইভে। অ্যান্ড্রয়েড ফোনে যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাঁরা এ সুবিধা পাবেন। এর ফলে হোয়াটসঅ্যাপের বার্তা রাখার জন্য বাড়তি জায়গার অসুবিধা দূর হবে। এর আওতায় হোয়াটসঅ্যাপের আদান-প্রদান করা বার্তা, মাল্টিমিডিয়া কনটেন্ট গুগল ড্রাইভে সংরক্ষণ করা যাবে। গুগল ড্রাইভের পণ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক স্কট জনস্টন বলেন, বার্তা আদান-প্রদানের বিষয়গুলো সংরক্ষণ নিয়ে চিন্তার কিছু নেই। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবেই হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা বার্তা, ভয়েস মেসেজ, ছবি এবং ভিডিও সংরক্ষণ করার সুবিধা পাওয়া যাবে। পুরোনো ফোন বাদ দিয়ে কেউ নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে ব্যাকআপ রিস্টোর করতে পারবেন। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই ব্যাকআপ সুবিধাটি সবার জন্য চালু হয়ে যাবে। এটি চালু হলে ফোন হারালেও বার্তা হারাবে না। তথ্যসূত্র: বিজনেস টুডে ও হোয়াটস অ্যাপ ব্লগ