Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশে টেলিনর ইয়ুথ ফোরামের বিজয়ী হিসেবে 62ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর আবরিশমে হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আজাদ, এবং আইবিএ এর শাবাব রহমান এর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিনর ইয়ুথ ফোরামের চূড়ান্ত পর্বে বিজয়ী তিনজনের নাম ঘোষণা করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ, বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত মেরেটে লুনডেমো এবং গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই নোবেল পিস সেন্টারের সহযোগিতায় এই ফোরামে ১৩টি দেশের ১৮ থেকে ২৮ বছরের তরুণ তরুণীরা জীবন বদলানো ধারণা উপস্থাপনের সুযোগ পাবে। এবছরের ফোরামের মূলভাব “সবার জন্য শিক্ষা। এবছরের বিজয়ী ধারণাগুলো হচ্ছে মুঠোস্কুল, দ্য লেফট সাইড ক্লাসরুম এবং দ্য গ্লাস রুম। টেলিনর গ্রুপ এখন এই সেরা তিন আইডিয়া থেকে অসলোতে অনুষ্ঠিতব্য ফোরমে বাংলাদেশের প্রতিনিধি বাছাই করবে। এই ৩ বিজয়ী বিশ্বের অন্যান্য স্থানের বিজয়ীদের সাথে অসলোতে তিনদিনের সম্মেলনে মিলিত হবে। যেখানে তরুণ বিজয়ীরা মোবাইল ও ডিজিটাল প্রযুক্তির রূপান্তরের ক্ষমতাকে বোঝার চেষ্টা করবে। তারা নোবেল শান্তি পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেয়ারও সুযোগ পাবেন।