Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : ফায়ারফক্স ব্রাউজারের নির্মাতা মজিলা সম্প্রতি 75পুরোনো প্রযুক্তির নেটস্কেপ প্লাগইন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের প্লাগইনগুলো বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের শেষ নাগাদ প্রায় এক যুগ আগের প্লাগইনগুলো ফায়ারফক্স ব্রাউজারে আর চালানো যাবে না জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের মাধ্যমে গুগলকে অনুসরণ করা শুরু করছে ফায়ারফক্স। গুগল সম্প্রতি ক্রোম ব্রাউজারে পুরোনো প্লাগইন সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে। এনপিএপিআই হচ্ছে প্লাগ ইন স্ট্যান্ডার্ড যা ৯০ এর দশক থেকে রয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড হিসেবে অ্যাপলের সাফারি, মজিলার ফায়ারফক্স ও অপেরা সফটওয়্যারের অপেরা ব্রাউজারে ব্যবহৃত হচ্ছে। গত মাসে গুগল তাদের ক্রোম ব্রাউজারের ৪৫ তম সংস্করণে এপিএপিআই সমর্থন তুলে নেয়। মজিলার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা বেঞ্জামিন স্মেডবার্গ বলেন, নেটস্কেপ প্লাগইন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এনপিএপিআই প্লাগইন সমর্থন সরিয়ে নেবে মজিলা। এনপিএপিআই সরিয়ে নিলেও ফায়ারফক্স অ্যাডোবির ফ্ল্যাশে সমর্থন দিয়ে যাবে। সূত্র: কম্পিউটারওয়ার্ল্ড