Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

rabiখোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, রাবি, রাজশাহী : ‘মিমাংসা নয় শাস্তি চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানির বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা মহিলা পরিষদ। রোববার সকাল ১০টার দিকে সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা মাধুরী রায় চৌধুরী এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড উপ-পরিষদ এবং কার্যকরী কমিটির সদস্য ড. শাহিন জোহরা
উক্ত কর্মসূচির সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রী কমিটি একাত্বতা প্রকাশ করে।
এদিকে দুপুর ২টার দিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক প্রেসবিজ্ঞপ্তির প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে একের পর এক যৌন হয়রানির ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে দুই একটি বাদে অধিকাংশ বিচারের আওতাভুক্ত হয়নি। সর্বশেষ গত ৫ অক্টোবর দুই ছাত্রীর সাথে ছাত্র নামধারী দুই দুষ্কৃতিকারী ইসলামের ইতিহাস বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থী সুজন প্রামানিক ও রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বিভাগের লিটন যৌন হয়রানির চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।