খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, রাবি, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার। রোববার বেলা সাড়ে ১০টায় ভিসি অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ কালে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণাসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন তাঁরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, প্রফেসর মু. নুরুল আমিন, প্রফেসর ড. ফয়জার রহমান, হিসাব পরিচালক আশরাফ-উল-হুদা প্রমুখ ।