Fri. Sep 19th, 2025
Advertisements

barishalখোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, বরিশাল : ভূমি উন্নয়ন কর দ্বিগুন থেকে সাতগুন করায় তা প্রত্যাহারের দাবিতে নগরীতে রবিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচীর আয়োজন করেন জেলার বর্ধিত ভূমি খাজনা প্রত্যাহার সংগ্রাম কমিটি।
মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় মো. এসকান্দার আলী সিকদারের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন, সংগঠনের আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু, সদস্য সচিব মো. ফারুক সিকদার প্রমুখ। বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে বসতবাড়ির জন্য ৭টাকা এবং কৃষি জমির জন্য ১টাকা হারে খাজনা দিয়ে আসছিলাম। এরইমধ্যে পহেলা জুলাই থেকে সরকার এসকল ধরণের জমির খাজনা বাড়িয়ে ৫০টাকা করেছেন। আমাদের অনেক জমি রয়েছে যেখানে কোন ধরণের আয় হয়না। এতে করে অনেক পরিবার রয়েছে যারা কোন মতেই বর্ধিতহারে খাজনা দিতে পারবেনা। তাই আমাদের দাবি দ্রুত এই খাজনা প্রত্যাহার করে সহনীয় পর্যায়ে করার। নতুবা বৃহৎ কর্মসূচী ঘোষণা করা হবে বলেও তারা উল্লেখ করেন।