Fri. Sep 19th, 2025
Advertisements

dinajpurখোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, চিরিরবন্দর, দিনাজপুর : চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাবের আয়োজনে গত ১০ অক্টোবর শনিবার বিকেলে মরহুম শাহ্ আফতাবউদ্দিন আহম্মেদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। খেলার উদ্বোধন করেন নজরুল পাঠাগার ক্লাবের সভাপতি বাবু নন্দীশ্বর দাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়ন, বিশেষ অতিথি হিসেবে ক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কাহারোল উপজেলার এ্যাপোলো ক্লাব ও চিরিরবন্দর উপজেলার সুখীপীর ইত্যাদি ক্লাব অংশগ্রহণ করে। নির্দিষ্ট সময়ে খেলা গোল শুন্যভাবে ড্র হয়। খেলাটি ড্র হওয়ায় ট্রাইব্রেকারে গড়ায়। খেলায় সুখীপীর ইত্যাদি ক্লাব ৫-৪ গোলে এ্যাপোলো ক্লাবকে হারিয়ে জয় লাভ করে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন সুখীপীর ইত্যাদি ক্লাবের হারুন। খেলা পরিচালনা করেন গোলাম রব্বানী এবং তার সহকারী হিসেবে ছিলেন ফরিদ হোসেন ও জাহাঙ্গীর আলম।