Tue. Sep 16th, 2025
Advertisements

pabnaখোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, পাবনা : পাবনার আতাইকুলা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, ৬টি মামলার পলাতক আসামী চরমপন্থি নেতা জিয়াউল হক জিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোর সাড়ে চারটার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া আতাইকুলা থানার আলোকচর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও চরমপন্থি গ্রুপ এমএল লাল পতাকার আঞ্চলিক নেতা।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে থানার এসআই শাহাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল আলোকচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত জিয়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী দলের আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে থানায় অস্ত্র, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ প্রায় হাফ ডজন মামলা রয়েছে।