Fri. Sep 12th, 2025
Advertisements

64খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : সান্তাক্লজ সঠিক ও শিশু উপকারি এটি প্রমাণিত হয়েছে। উত্তর মেরুর আলাস্কার ফেয়ারব্যাংকেসের বাসিন্দা তিনি। প্রতি বছর ফেয়ারব্যাংকের এ উপশহরে মেলা বসে। রাস্তাগুলো ক্যান্ডি ক্যান ও বিভিন্ন আলোতে সজ্জিত করা হয়। স্লোম্যান ও সেন্ট নিকোলাস ড্রাইভ নামে রাস্তাগুলো নাম রাখা হয়। এখানেই থাকেন সান্তাক্লজ।
ক্লজ তার ফেইসবুকের পেজে লেখেন, আলাস্কার উত্তর মেরুতে বৈধভাবে বাস করার একমাত্র ব্যক্তি তিনি। বর্তমানে তিনি এখানে সিটি কাউন্সিল আসনের নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ মন্তব্য তাকে নতুন করে আলোচনায় উঠে আসেন। তার প্রোফাইল পিকচারে দেখা যায় মুখে ঝোপের মতো দাঁড়ি ও পড়নে লাল রঙ্গের পোশাক।
তার নামের মতো আরো অনেকে এখানে বাস করলেও তাদের সমকামী হিসেবে কাজ করতে দেখা গেছে। তবে এক দশক থেকে ক্লজ শিশুদের কল্যানে কাজ করে যাচ্ছেন বলে জানা যায়। মি.ক্লজ ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কিন্তু জনসমর্থন না পেয়ে পরবর্তীতে তিনি নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করেন। যদি শিশুদের ভোটের অধিকার দেওয়া হয় তাহলে তিনি জয়ী হতেন বলে তিনি মন্তব্য করেছিলেন।