Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : এমন রোবটের কথা কি কখনো শুনেছেন ? যে 118কিনা আপনার সাথে তালে তালে নাচবে, ফোন করবে, আবার ছবিও তুলবে। এই রকম রোবটই যদি আপনার হাতের মুঠোয় এসে যায় কেমন লাগবে? এটি এতই ছোট্র রোবট যে ইচ্ছেমত ভরে ফেলতে পারবেন পকেটে, আপনার যখন যা খুশি তাকে দিয়ে করিয়েও নিতে পারবেন। সময় সময় আপনার বিনোদনের দায়িত্বও হাসি মুখে নিজে কাধে তুলে নেবে সেই রোবট। বিশ্বের প্রথম রোবট ফোন ‘রোবোহন’ এই সবগুলোই করবে একসাথে। জাপানের বহুজাতিক কোম্পানি শার্পের তৈরি এই রোবাট ফোনে দেখা যাবে মানচিত্রও। এই রোবট ফোনের সামনের দিকে রয়েছে বিল্ট-ইন ক্যামেরা প্রজেক্টর, পেছনে রয়েছে একটি দুই ইঞ্চি স্ত্রিন, খুদে খুদে দুটি হাত, দুটি পাতো রয়েছেই। যার সাহায্যে হেঁটে চলে বেড়াবে আপনার আদরের রোবট ফোন, আবার মিষ্টি করে অনুরোধ করলে নেচেও দেখাবে। এছাড়া ছবি তোলা, ফোন করা, মেমো রাখা, টেক্সট মেসেজের উওর দেওয়া, প্রজেক্টরের সাহায্যে ছবি ও ভিডিও দেখানো, সব কাজই করে দেবে ছোট্র রোবোহন। অন্যান্য স্মার্টফোনের মতো আপনার পকেটেও দিব্যি মাপে মাপে বসে যাবে এই রবোহন। ছোট্র টাচস্ক্রিনের প্রতিটা হোম স্ক্রিনে রয়েছে মাত্র চারটি করে আইকনের জায়গা। যেকোনও জায়গায় আপনার রোবোট ফোন দাঁড় করিয়ে দিলেই ছবিও তুলে নিতে পারবে। আবার ভয়েস ও ফেস রেকগনিশনের সহায্যে চিনে নেবে ব্যবহারকারীকেও। রোবোহন তৈরি করেছেন টোকিওর বিখ্যাত অধ্যাপক ও রোবোটিসিস্ট তোমোতাকা তাকাহাসি। শার্পের তরফে জানানো হয়েছে, আপনার সঙ্গে কথা বলেই রোবোহন বুঝে নিবে আপনার কাজ। আর যদি আপনার কথা বলতে ইচ্ছে না করে তাহলে টাচস্ক্রিন তো রয়েছেই। আগামী বছরেই বাজারে এসে যাবে রোবোহন।