Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: গ্রাহককে রিচার্জের চারগুণ পর্যন্ত সেবা প্রদানের 10উদ্দেশ্যে বুস্টার অফার নামে একটি অনন্য সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। অফারটি গ্রহণ করতে গ্রাহককে *৮৯৯৯*৪# নাম্বরে ডায়াল করে প্রথমে বিশেষ এই প্যাকেজটিতে স্থানান্তরিত হতে হবে। প্যাকেজটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর অফারটি উপভোগ করতে গ্রাহককে ২৪ অথবা ৪৪ টাকা রিচার্জ করতে হবে। রবির পক্ষ থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিচার্জের পরিমাণটি মূল এ্যাকাউন্টের সাথে যোগ হবে না। বুস্টার ভ্যালু হিসেবে আলাদা এ্যাকাউন্টে যোগ হবে। *২২২*৪# নাম্বারে ডায়াল করে বুস্টার ভ্যালুর পরিমাণ জানা যাবে। সেই ভ্যালুটি গ্রাহক শুধু কল, শুধু ইন্টারনেট, শুধু এসএমএস অথবা তার ইচ্ছানুযায়ী সবমিলিয়ে ব্যবহার করতে পারবেন। অফারটির আওতায় ২৪ টাকা রিচার্জে গ্রাহক ৭২ টাকা মূল্যমানের (রিচার্জের তিনগুণ) রবি-রবি কল, ইন্টারনেট ব্যবহার ও এসএমএস পাঠাতে পারবেন। রিচার্জের পর ৩ দিন অফারটি কার্যকর থাকবে। অন্যদিকে ৪৪ টাকা রিচার্জে চারগুণ মূল্যমানের সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ, গ্রাহক ১৭৬ টাকার (রিচার্জের চারগুণ) রবি-রবি কল, ইন্টারনেট ব্যবহার ও এসএমএস পাঠাতে পারবেন। রিচার্জের পর থেকে ৪ দিন পর্যন্ত অফারটি কার্যকর থাকবে। এ অফারের আওতায় গ্রাহকরা বেস রেট হিসেবে রবি-রবি বা রবি-অন্য অপারেটরে প্রতি ১০ সেকেন্ডে ১৮ পয়সা রেটে কথা বলার সুযোগ পাবেন। অফারটিতে স্থানান্তরিত হওয়ার পর থেকে বুস্টার অফারটি গ্রহণের আগ পর্যন্ত এবং অফারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বেস রেট কার্যকর হবে। নির্দিষ্ট মাইগ্রেশন কোড ব্যবহার করে গ্রাহকরা এই প্যাকেজ থেকে অন্য প্যাকেজে স্থানান্তরিত হতে বা একই প্যাকেজে ফিরে আসতে পারবেন।