খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, মাভাবিও প্রবি, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর ১৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা, ফেস্টুন ও বেলুন ওড়ানো, কেক কাটা ও আনন্দ র্যালীর আয়োজন করা হয়েছে ।
শান্তির পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন। আনন্দ র্যালীটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ^বিদ্যালয় দিবসের কেক কাটা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, সায়েন্স অনুদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোঃ আনিসুর রহমান আনিছ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিন্দ্র কুমার রায়, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আশরাফ আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১২-ই অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।