Sat. Sep 20th, 2025
Advertisements

sirajganjখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, সলঙ্গা, সিরাজগঞ্জ : অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন,ভেজাল খাদ্য সরবরাহ,অবহেলা ইত্যাদির দ্বায়ে উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে অবস্থিত ফুড ভিলেজ প্লাস হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলার গ অঞ্চল বিজ্ঞ এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাসলিমা মোস্তারী ও স্পেশাল কোম্পানী, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি মোঃ ওভাসসেরেল এর নেতৃত্বে ফুড ভিলেজ প্লাস হোটেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
র‌্যাব-১২, স্পেশাল কোম্পানী, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি/১০৬২৬ মোঃ ওভাসসেরেল জানান, সলঙ্গা থানার হাটিকুমরুল মোড় গোলচত্বর ঢাকা মহাসড়কে অবস্থিত ডিজিএম মোঃ সাগর এর ফুড ভিলেজ প্লাস রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানী, ইত্যাদি ঘটানোর জন্য সিরাজগঞ্জ জেলার গ অঞ্চল বিজ্ঞ এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাসলিমা মোস্তারী উক্ত স্থানে ভ্রাম্যমান আদলতের মাধ্যেমে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৩ ও ৫৩ ধারায় মোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট নং ১০৫ (গ)/১৫।