খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: জাপানিজ আইটি কোম্পানি ‘বি. ও. আই. লিমিটেড’ এর জাপান অফিসে বাংলাদেশী প্রোগ্রামাদের চাকরির সুযোগ করে দিচ্ছে ‘ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড’। কম্পিউটার সায়েন্স, আইটি, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক শেষ করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত পোস্টের জন্য আবেদন করতে পারবেন। জাভা, এন্ড্রোয়েড এবং পি এইচপিতে কাজ করতে ইচ্ছুক ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। আবেদনের জন্য যঃঃঢ়://ফলরঃ.ধপ/লড়ন২ লিঙ্কে, আবেদনের শেষ তারিখ ১৪ই অক্টোবর।