Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: হাতে ধরা পেপসির বোতল থেকে চুমুক আর কানে 113ঠেসে ধরা পেপসি ফোন দিয়ে বকবক। পেপসি ভক্তদের জন্য এটি আর কল্পনা থাকছে না। আগামী কয়েক মাসের মধ্যেই চীনের বাজারে পেপসি ব্র্যান্ডের মোবাইল ফোন পাওয়া যাবে। বিশ্বখ্যাত কোমল পানীয়র ব্র্যান্ড অবশ্য সরাসরি ফোনের ব্যবসায় নামছে না। এর পরিবর্তে একটি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান পেপসির ব্র্যান্ড নামটি ব্যবহার করে এই নামে বাজারে ফোন নিয়ে আসবে। ব্র্যান্ড লাইসেন্সিংয়ের মাধ্যমে ফোনের বাজারে পেপসির আসার এই খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি হিসেবেই বিশ্বে পরিচিত ব্র্যান্ড পেপসি। পেপসিকোর এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ফোন তৈরির ব্যবসায় নামার আপাতত কোনো পরিকল্পনা পেপসিকোর নেই। তবে শুধু চীনের বাজারের জন্য পেপসি ফোন তৈরির লাইসেন্স দেওয়া হচ্ছে। এর আগে অ্যাপারেল অ্যান্ড অ্যাকসেসরিসের ক্ষেত্রেও পেপসির ব্র্যান্ড লাইসেন্স বিক্রি করা হয়েছে। চীনের কোন প্রতিষ্ঠান পেপসির ফোন তৈরি করবে সেটি বিস্তারিত এখনো জানায়নি পেপসিকো। তবে নিজেদের ব্র্যান্ড নামের সুনাম রক্ষায় ভালো কোনো নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছে তারা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মোবিপিকার জানিয়েছে, পেপসি পি১ নামে একটি স্মার্টফোন ২০ অক্টোবর চীনের বাজারে আসতে পারে।