Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: বিভিন্ন কাজে ব্যবহৃত ড্রোনে নিরাপত্তা ক্রুটি খুঁজে 118পেয়েছেন গবেষকরা। এই ক্রুটি কাজে লাগিয়ে ড্রোন হ্যাকিংয়ের সুযোগ নেবে দক্ষ হ্যাকাররা। সম্প্রতি এভি রিসার্চার অব এইচপি সিউকিউরিটি পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে। ড্রোনের উন্নয়নে বর্তমানে অনেক কাজ হচ্ছে। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। ড্রোনের ব্র“শলেস মটরস, মাইক্রো কন্ট্রোলার, টিনি সেন্সর, ব্যাটারি, লাইটার এবং কম্পাউন্ড ম্যাটেরিয়ালসের ডেভেলপ করা হয়েছে। এ জন্য ক্রেতারা সহজে নিতে পারছেন ড্রোন। আজকাল তো ব্যক্তিগতভাবেও ব্যবহৃত হচ্ছে এটি। আর এভাবে ড্রোন ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়ায় যন্ত্রটিতে ক্রুটি থেকে যাচ্ছে বলে মত দিয়েছেন এভি রিসার্চার অব এইচপি সিউকিউরিটির সিনিয়র কর্মকর্তা ওলেগ পেট্রোভস্কি। ওলেগের মতে, অসংখ্য ড্রোনের ওপর গবেষণা করেই তারা এমন মত প্রকাশ করেছেন। কারণ ক্রেতারা যে সব ড্রোন কেনে তাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত থাকে। যেমন— সেন্সর, জিপিএস সিস্টেম, মাইক্রো প্রসেসর, স্পিড কন্ট্রোলার, ব্যাটারি, মটরস, রিমোট কন্ট্রোল সিস্টেম, ফ্ল্যাইট কন্ট্রোলার ও অন্যান্য মডুলস। আর এগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তাজনিত ক্রুটি, যা কাজে লাগিয়ে সহজেই ড্রোন হ্যাক করতে পারবে হ্যাকাররা। ভাইরাস বুলেটিন-২০১৫ কনফারেন্সের ওয়েবসাইটে এ ব্যাপারে বলা হয়েছে, ড্রোনে যে ধরনের কন্ট্রোলার ব্যবহার হয়ে খাকে। সেখানে ক্রুটি থাকায় তা সহজেই হ্যাক করতে পারবে হ্যাকাররা। মূলত, কনফারেন্সে ড্রোনের ক্রুটি নিয়ে নিজেদের গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছেন পেট্রোভস্কি। এ বছর কনফারেন্স হয়েছে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে।