Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: চলতি বছরের ২৯ সেপ্টেম্বর মাত্র ১২ ডলারের 135বিনিময়ে মিনিট খানেকের জন্য গুগলের ডোমেইন নেম ‘এড়ড়মষব.পড়স’ কিনে নেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মচারী সন্ময় বেদ। ওই ‘অপকাণ্ডে’ ডোমেইন বায়িং সিস্টেমে বিশেষ ত্রুটি শনাক্ত করার সুবাদে এবার গুগল থেকেই নগদ অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন এই ব্যক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২৯ সেপ্টেমবর গুগলের নিজস্ব ওয়েবসাইট বায়িং সার্ভিস সাইট ব্রাউজ করার সময় গুগলের এই ডোমেইন নেম মাত্র ১২ ডলারে বিক্রি হবে বলে জানতে পারেন বেদ। দেরি না করে বিশ্বে অন্যতম শীর্ষ এই ডোমেইন নেমটি কিনে নেন তিনি। তার ক্রেডিট কার্ড থেকে তখন ১২ ডলার কেটেও নেওয়া হয়। এভাবে ডোমেইনটির মালিকানা কেনার পর একের পর এক ই-মেইল পেতে শুরু করেন বেদ। তবে কিছুক্ষণ পরেই এক ই-মেইলের মাধ্যমে বেদের এই ডোমেইন ক্রয় বাতিল করা হয়েছে বলে জানানো হয়। এর সঙ্গে তার অ্যাকাউন্টে ১২ ডলার ফেরতও দেওয়া হয়। এ ঘটনার পর গুগলের পক্ষ থেকে বেদকে ‘বাগ বাউন্টি’ নামের পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়। সাধারণত কোনো সফটওয়্যার বা সিস্টেমে বাইরে থেকে কোনো ব্যক্তি ত্রুটি শনাক্ত করতে পারলে তাকে এ পুরস্কার দেয়া হয়ে থাকে। এ অল্প সময়ে পাওয়া ইমেইলগুলো বেদ ইতোমধ্যে গুগল টিমের কাছে পাঠিয়ে দিয়েছেন। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ একটি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে দান করার ঘোষণা দিয়েছেন বেদ। এর পরপরই গুগলের পক্ষ থেকে অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। অবশ্য এই অর্থের পরিমাণ ঠিক কত তা জানা যায়নি। “আমি অর্থের জন্য কাজটি করিনি এবং এই পুরস্কারের অর্থ আমি তাই দান করে দিতে চাই। আমি গুগলকে বলেছি ওই অর্থ যেন ‘আর্ট অফ লিভিং ইন্ডিয়া ফাউন্ডেশন’কে দান করা হয়। আমার ইচ্ছা জানার পর গুগল পুরস্কারের অর্থ দ্বিগুন করেছে।”- নিজের ফেইসবুকে এক স্ট্যাটাসে বলেন বেদ। “গুগলকে সুরক্ষার স্বার্থে আমি এই বিষয়ে কোনো খুঁটিনাটি তথ্য বা পুরস্কারের অঙ্ক প্রকাশ করব না।” বেদ বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটাস অঙ্গরাজ্যের ব্যাবসন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।