Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: শ্রোতাদের জন্য তিশমা নিয়ে এলেন নতুন একটি 144মিউজিক ভিডিও। ‘রাতের তারা হয়ে যাবো’ নামের গানটির রচনা করেছেন ফয়সাল রাব্বিকীন, এবং সুর ও সংগীতায়োজন করেছেন তিশমা নিজেই। তিশমা একজন কন্ঠশিল্পী, সুরকার, গীতিকার এবং রক সঙ্গীতশিল্পীর মুখাবয়ব। বাংলাদেশে পপ সঙ্গীতে একজন অগ্রপথিক ও প্রবর্তনকারী হিসেবে বিবেচনা করা হয় তাকে। সম্প্রতি তিশমা তার ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি মিউজিক ভিডিও মুক্তি দেন। যদিও মিউজিক ভিডিওতে যে গানটি তিনি গেয়েছেন তা ২০১১ সালে অডিও অ্যালবামে শ্রোতারা শুনে ফেলেছেন। জানা গেছে, ২০১১ সালে ‘এক্সপেরিমেন্ট’ অ্যালবামে ‘রাতের তারা হয়ে যাবো’ গানটির মিউজিক ভিডিও নিয়ে এবার তিশমা করলেন মিউজিক ভিডিও। ইতিমধ্যে মিউজিক ভিডিওটি নিজের ফেসবুকেও যুক্ত করে দিয়েছেন তিনি।