Sat. Sep 20th, 2025
Advertisements

13খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : লেজার রশ্মির মাধ্যমে দাড়ি কাটতে পারে এমন এক ধরনের রেজর তৈরি করবে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক নতুন ব্যবসায় উদ্যোগ (স্টার্টআপ) স্কার্প। তবে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের জন্য ক্রাউডফান্ডিং ওয়েবসাইট কিকস্টার্টারে বিজ্ঞপ্তি দিলে কিকস্টার্টার কর্তৃপক্ষ সেটি স্থগিত করে। এরই মধ্যে যন্ত্রটি ৪০ লাখ ডলারের বেশি বিনিয়োগ পেলেও কার্যকরী কোনো মডেল তৈরি করে দেখাতে পারেনি বলে জানা গেছে। তবে লেজার রেজরের ছবি দিয়েছে তারা।
ইতিমধ্যে যাঁরা বিনিয়োগ করেছেন, কিকস্টার্টার ই-মেইল বার্তায় তাঁদের জানিয়েছে, কার্যকরী কোনো মডেল তৈরি না করেই বিজ্ঞাপন দেওয়া তাঁদের নিয়মের পরিপন্থী।
এদিকে আরেকটি ক্রাউডফান্ডিং ওয়েবসাইট ইন্ডিগোগোতে বিনিয়োগের আবেদন জানিয়ে পোস্ট করেন স্কার্প। এখানেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি সফল, প্রথম চার ঘণ্টায় ৪০ হাজার ডলার বিনিয়োগ পায়। কার্যকরী কোনো মডেল তৈরি না থাকলেও ফেসবুক বার্তায় স্কার্প বিনিয়োগকারীদের চিন্তা না করার আহ্বান জানিয়ে লিখেছে, আসছে বসন্তের মধ্যেই লেজার রেজর তৈরি করবে তারা।
ইন্ডিগোগো সম্পর্কে স্কার্প জানিয়েছে, ‘তারা বেশ উপকারী এবং তারা স্কার্প রেজরে ততটাই বিশ্বাসী, যতটা আমরা।’
গত সপ্তাহে বিনিয়োগকারীদের দুশ্চিন্তার জন্য কিকস্টার্টারে নয় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে স্কার্প। সেখানে যন্ত্রটির ব্যাটারির আয়ু এবং নিরাপত্তার দিকগুলো তুলে ধরা হয়।
অনেকে মিলে কোনো প্রকল্পে বিনিয়োগ করার পদ্ধতি ক্রাউডফান্ডিং নামে পরিচিত। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে চালু হওয়া কোনো প্রতিষ্ঠান যেমন সফলতার মুখ দেখেছে, তেমনি ব্যর্থতার উদাহরণও কম না। বিনিয়োগকারীদের উদ্বেগের তাই যথেষ্ট কারণ আছে।
জ্যানো ড্রোন ইউরোপের সবচেয়ে সফল কিকস্টার্টার প্রকল্পের মাঝে একটি। অথচ প্রতিষ্ঠানটি সফল কোনো ড্রোন তৈরিতে এখনো হিমিশিম খাচ্ছে।