Tue. Sep 16th, 2025
Advertisements

bagerhatখোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, মোল্লাহাট, বাগেরহাট : মোল্লাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ইঁদুর নিধন অভিযান ২০১৫ ইং উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিশাল এক র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্তরে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কাজী জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারুন আল রশিদ, বিশেষ অতিথি ছিলেন-পল্লী উন্নয়ন অফিসার বাসুদেব সরকার ও প্রকল্প বাস্তবায়ন অফিসার-এস এম এ করিম। এছাড়া বক্তব্য দেন প্রেস ক্লাব মোল্লাহাট’র সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপসহকারী কৃষি অফিসার আব্দুল হামিদ ও কৃষক শেখ আঃ হামিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন-উপসহকারী কৃষি অফিসার সাহিদা আক্তার।