খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : ভিন্ন মডেলের ফোনের পর এবার ট্যাবের দাম কমাতে শুরু করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাং কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। স্যামসাং ট্যাবলেটের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে, ট্যাব ৩ ভি, ট্যাব ৪ এবং ট্যাবে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় মূল্য ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। আগে গ্যালাক্সি ট্যাব এস ৮.৪ এর দাম ৪৪ হাজার ৯০০ টাকা থাকলেও মূল্যছাড়ের পরে এটি ৩৫ হাজার ৯০০ টাকায় পাওয়া যাবে। এটি বিনা সুদে ২ হাজার ৯৯২ টাকার মাসিক কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। এছাড়া স্যামসাং ট্যাব ৩ ভি, ট্যাব ৪ এবং ট্যাব ই ট্যাবলেটগুলোতে এক হাজার টাকা করে নিশ্চিত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।