Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : দেশের বাজারে এসেছে ইনটেলের ৬ষ্ঠ প্রজন্মের নতুন ৪টি 130প্রসেসর। মডেলগুলোর ২টি কোর আই সেভেনের এবং ২টি কোর আই ফাইভের। মডেলগুলো হচ্ছে, ইনটেল ৬৭০০কে কোর আই সেভেন ৪.০০ গিগাহার্টজ, ৬৭০০ কোর আই সেভেন ৩.৪০ গিগাহার্টজ, ৬৫০০ কোর আই ফাইভ ৩.২০ গিগাহার্টজ ও ৬৪০০ কোর আই ফাইভ ২.৭০ গিগাহার্টজ। দেশের বাজারে ইনটেলের প্রসেসর বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস সূত্রে জানা গেছে, ইনটেলের ষষ্ঠ প্রজন্মের এই প্রসেসরে তি বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। প্রসেসরগুলোর দামগুলো নির্ধারণ করা হয়েছে, যথাক্রমে ৩০ হাজার ১০০ টাকা, ২৭ হাজার ২০০ টাকা, ১৭ হাজার ৮৫০ টাকা এবং ১৬ হাজার ৪০০ টাকা।