Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমন্দ প্রদেশে তালেবান 138জঙ্গিদের হামলায় দেশটির কমপক্ষে ২৯ সীমান্তরক্ষী বাহিনী নিহত হয়েছে। বুধবার এ হামলা চালানো হয়। খবরে বলা হয়, হেলমন্দের নওজাদ জেলার একটি দুর্গম এলাকায় ৩ দিনব্যাপী লড়াইয়ের পর বুধবার তাদের হত্যা করে জঙ্গিরা। এরমধ্যে ২১ জন লড়াইয়ে নিহত হন। আর বাকি ৮ জনকে জিম্মি করার পর হত্যা করা হয়। হেলমন্দের প্রাদেশিক পরিষদের সদস্য বশির আহমদ শাকির সংবাদমাধ্যমকে বলেন, নওজাদ জেলায় প্রায়ই হামলা করে জঙ্গিরা। তারই ধারাবাহিকতায় ৩ দিন ধরে সীমান্তরক্ষী পুলিশের ওপর হামলা চালাতে থাকে তালেবানরা। শেষ পর্যন্ত আমাদের ২৯ সীমান্তরক্ষী পুলিশকে মেরে ফেললো তারা। তিনি বলেন, সীমান্তরক্ষী পুলিশের ওপর হামলা চালানোর পর খবর দেয়া হলেও অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। নতুবা এ পুলিশরা বেঁচে যেতেন। তালেবানরা বেশ কিছু গাড়ি ও অস্ত্র সরঞ্জাম নিয়ে গেছে। এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন তালেবানদের মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদী।