Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন দেশটির 20প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন। নিরাপত্তা ঘাটতির সুযোগ নিয়ে প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা চালানোর অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হলো। বুধবার প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম মুয়াজ আলী এক টুইট বার্তায় বলেন, ‘প্রেসিডেন্ট প্রতিরক্ষামন্ত্রী মুসা আলী জলিলকে বরখাস্ত করেছেন।’ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। এখন পর্যন্ত অন্য কাউকে তার স্থলাভিষিক্তও করা হয়নি। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ইয়ামীনের নৌযানে বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট অক্ষত থাকলেও তার স্ত্রী ও অপর দুইজন সামান্য আহত হন। সূত্র: মালদ্বীপ টাইমস।