Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : বিশ্বে প্রথমবারের মতো রোবোট ফোন বাজারে 21আনার ঘোষণা দিয়েছে জাপানের বিখ্যাত মাল্টিন্যাশনাল করপোরেশন শার্প। আপনার পকেটে শোভা পাবে যে রোবোট ফোন তার নাম দেওয়া হয়েছে ‘রোবোহন’। ছোট ও আকর্ষণীয় ধরনের টাচস্ক্রিনের এই ফোন সহজেই অভিভূত করবে ক্রেতাদের এমনটাই বিশ্বাস শার্পের। এই ফোনের ডিভাইসের উন্নয়নে কাজ করেছেন টোকির বিখ্যাত প্রফেসর রোবোটিসিস্ট টোমোটাকা টাকাহাশি। এখনো দিন তারিখ ঘোষণা না দিলেও আগামী বছর ক্রেতাদের হাতে পৌঁছাতে পারে নতুন ধরনের টাচস্ক্রিনের এই ‘রোবোহন’ ফোন। যদিও এখন পর্যন্ত কোম্পানি এই ফোনের দাম জানায়নি। তবে রোবোহনের হাত ও পা থাকায় এটি হাঁটতে পারবে অনায়াসে। শুধু হাঁটাচলা নয়, যদি আপনি অনুরোধ করেন তাহলে নাচবেও বোরোট ফোন। এ ছাড়া কল রিসিভ করা, কল-মেসেজের উত্তর দেওয়া, ছবি তোলা ও ভিডিও করা যাবে এই ফোন দিয়ে।