খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : জাপানি ব্র্যান্ড হিটাচির নতুন মডেলের মাল্টিমিডিয়া প্রজেক্টর দেশের বাজারে এনেছে ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড। হিটাচি সিপি-ইডি২৭ মডেলের ১০২৪*৭৬৮ রেজ্যুলেশনের এই প্রসেসরে রয়েছে এইচডিএমআই ইনপুট সুবিধা। ২০০০: ১ কনট্রাস্ট রেশিও এর এই প্রসেসরের সাহায্যে ইমেজকে সহজে ওয়াইড এবং লার্জ করে দেখানো যায়। এতে আরও আছে ৬০০০ ঘণ্টা ল্যাম্প লাইফ এবং পাওয়ার সেভিং মুড। ২.৯ কেজি ওজনের প্রজেক্টরটির দাম ৩৮ হাজার টাকা। সঙ্গে উপহার হিসেবে থাকছে প্রজেকশন স্ক্রিন।