Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : ব্রিটিশ নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২ কোটি পাউন্ড চুরি করে নিয়েছে হ্যাকাররা। আর এবার ওই হ্যাকারদের ধরতে মাঠে নেমেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।
বিবিসি জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যাংকিং ডেটা সংগ্রহ করার জন্য ড্রিডেক্স নামের একটি ম্যালওয়্যার ব্যবহার করেছে হ্যাকাররা। ম্যালওয়্যারটির দৌরাত্ব ঠেকাতে এফবি আইসহ আরও একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে এনসিএ।
ইতোমধ্যেই সংশ্লিষ্ট এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে হ্যাকাররা এখন পর্যন্ত বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গ্রেপ্তার হওয়া এড়িয়ে যেতে পেরেছে বলে সংশ্লিষ্ট এক বিশেষজ্ঞের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
নিজেদের অনলাইন ব্যাংকিংয়ের উপর সজাগ দৃষ্টি রাখেন না এমন ব্যবহারকারীরাই সফটওয়্যারটির শিকার বলে জানিয়েছেন ইউরোপোলের উপদেষ্টা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যালান উডওয়ার্ড। “আপনি যদি এভাবে কল্পনা করেন যে, একবারে বড় অংকের চুরি করার বদলে বারবার ছোট ছোট লেনদেনের মাধ্যমে চুরি করা হচ্ছে তবে ওই ঘটনা চোখে না পড়ার আশঙ্কাই বেশি।
ইমেইলে আসা মাইক্রোসফট অফিস ডকুমেন্ট ইনভয়েসের ছদ্মবেশে ভুক্তভোগীর কম্পিউটারে প্রবেশ করতো ড্রিডেক্স। অপারেটিং সিস্টেমের কোনো নিরাপত্তা দুর্বলতার সুযোগ না নিয়ে ব্যবহারকারীদের ভুল বুঝিয়ে সফটওয়্যারটি ডিভাইসে ইনস্টল করানো হত।
এরপর ব্যবহারকারীর ব্যাংকিং লেনদেনের ডেটা সংগ্রহ করে নির্মাতার কাছে পাঠিয়ে দিত ম্যালওয়্যারটি।
ম্যালওয়্যারটি ঠেকাতে অ্যাস্টিভাইরাস ব্যবহারের পরামর্শ দিয়েছে এফবি আই। “সাধারণ পরামর্শগুলোই খাটে এখানে। অপ্রত্যাশিত ইমেইল অ্যাটাচমেন্ট খুলবেন না, যদিও সেটা ব্যাংক থেকেই পাঠানো মনে হয়। আর সন্দেহজনক লেনদেনের জন্য ব্যাংকের হিসাবের উপর নজর রাখুন।”—পরামর্শ দিয়েছেন অ্যালান উডওয়ার্ড।