Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : সাম্প্রতিক হামলায় অভিযুক্ত ফিলিস্তিনি ও তাদের 39আত্মীয়-স্বজনদের দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। চলমান সংঘাত ও সহিংসতার জেরে স্থানীয় ফিলিস্তিনিদের ওপরও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একটি রেডিওকে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলের বিচার বিষয়ক মন্ত্রী আয়েলেত শাকেদ এ বহিষ্কারের ঘোষণা দেন। পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের প্রবেশ ও ইসরাইলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে গত মাসে এ সংঘাতের সূচনা হয়। ক্রমেই পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় সংঘাতের আগুন ছড়িয়ে পড়ে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ফিলিস্তিনি ও চার ইসরাইলির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই সহস্রাধিক মানুষ। ইসরাইলের এই ঘোষণায় ফিলিস্তিন-ইসরাইল সংকট আরো বাড়বে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ পূর্ব জেরুজালেমে বসবাসরত সিংহভাগ ফিলিস্তিনির ইসরাইল বা ফিলিস্তিনি নাগরিকত্ব নেই। ইসরাইলের জারি করা বিশেষ আবাসন অনুমোদনের প্রেক্ষিতেই তারা সেখানে বসবাস করে আসছিল।