Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : বিশ্বকাপ বাছাইপর্বে এবার টান টান উত্তেজনাকর 43হাইভোল্ডেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং গতবারের রার্নাসআপ আর্জেন্টিনা। আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েনস এইরেসে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৪টায় ব্রাজিলকে আতিথ্য দেবে তারা। ৪৪তম কোপা আমেরিকার আসরে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে দলের বাইরে ছিলেন নিয়মিত অধিনায়ক নেইমার। নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন ব্রাজিল অধিনায়ক। তবে, মেসির থাকার সম্ভাবনা খুবই কম। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে লাস পালমাসের বিপক্ষে খেলার সময় পায়ে চোট পেয়ে মারাত্মক আহত হয়ে প্রায় ২ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন আর্জেন্টাইন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। সর্বশেষ ম্যাচে দুই দল মুখোমুখি হয় ২০১৪ সালের অক্টোবরে। বিশ্বকাপের পর একটি ম্যাচেই মুখোমুখি হয় দুই দল। তাতে বিজয়ের নিশান উড়িয়েছে সেলেকাওরা। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে রানার্সআপ আর্জেন্টিনাকে ব্রাজিল সে ম্যাচে হারায় ২-০ গোলের ব্যবধানে। প্রসঙ্গত, মোট ৯৬ বার মুখোমুখি হয়েছে ২ দল। জয়ের পাল্লায় এগিয়ে নেই কোনো দল। ৩৬ বার করে জিতেছে দুটি দলই। বাকি ২৪টি ম্যাচের কোনো ফলাফল আসেনি। গোলের দিক দিয়ে এগিয়ে আর্জেন্টাইনরা। তাদের ১৫১ গোলের বিপরীতে ব্রাজিলের গোলসংখ্যা ১৪৭টি।