Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি কম্পিউটার থেকে 15তথ্য চুরি করে তা চরমপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছে পাচারের অভিযোগে কসোভোর এক তরুণকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২০ বছর বয়সী ওই তরুণকে ১৫ সেপ্টম্বর আটক করা হয়। যুক্তরাষ্ট্র জানায়, ওই তরুণের নাম আরদিত ফেরিজি। ধারণা করা হচ্ছে, সে হ্যাকার দল কসোভো হ্যাকা’র সিকিউরিটির (কেএইচএস) প্রধান। ফেরিজিকে যুক্তরাষ্ট্রের কাছ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে এ বিবৃতিতে বলা হয়, ফেরিজি একটি কম্পিউটারে অনুপ্রবেশ করে যুক্তরাষ্ট্রের ১৩৫১ জন সেনা ও সরকারি কর্মকর্তার ব্যক্তিগত তথ্য চুরি করে। ফেরিজির বিরুদ্ধে কম্পিউটার হ্যাকিং ও পরিচয় চুরির অভিযোগ আনা হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। দোষী সাব্যস্ত হলে তার ৩৫ বছরের কারাদণ্ড হতে পারে। মালয়েশিয়া পুলিশ জানায়, রাজধানী কুয়ালালামপুরে একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগে অধ্যায়নের জন্য ফেরিজি গত বছর আগাস্টে মালয়েশিয়া আসে। ফেরিজির বিরুদ্ধে এ বছর জুন থেকে অগাস্টের মধ্যে আইএস সদস্য জুনাইদ হুসাইনের কাছে, যিনি আবু হুসাইন আল-ব্রিটানি নামেও পরিচিত, তথ্য পাচারের অভিযোগ আনা হয়। হুসাইন টার্গেট করা কর্মকর্তাদের হুমকি দিতে পরে ওই সব তথ্য ব্যবহার করতো। আইএস’র সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়া এ বছর একশ’র বেশি ব্যক্তিকে আটক করেছে। তাদের মধ্যে দেশটির নিরাপত্তাবাহিনীর ছয় সদস্যও রয়েছে, যাদের অগাস্টে গ্রেপ্তার করা হয়।