খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে অস্ট্রেলিয়ার কিছু ‘অসাধারণ ছবি’ তুলেছেন স্কট কেলি। নিজের টুইটার অ্যাকাউন্টে অনুসারীদের সঙ্গে এমন ১৭টি ছবি শেয়ার করেন ৫১ বছর বয়সী এই নভোচারী। এক বছর থাকার উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান কেলি। এই সপ্তাহে তিনি ২শ’ দিন থাকার মাইলফলক অতিক্রম করেন। আর এটি উদযাপন করতেই তিনি এ ছবিগুলো পাঠান বলে জানিয়ছে এবিসি নিউজ। অস্ট্রেলিয়া মহাদেশ অতিক্রমের সময় এ ছবিগুলো তোলেন তিনি।