Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: জরুরি প্রয়োজনে প্রধানমন্ত্রী ছাড়া কাউকে সময়মতো 50পাওয়া যায় না। সড়কে না গেলে কেউ ভালভাবে কাজ করতে চায়না বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে ঢাকা চেম্বার আয়োজিত ‘আঞ্চলিক যোগাযোগ, সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমার একটা দুঃখ থেকে গেলো। কাউকে সময়মতো পাওয়া যায় না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যেখানে যা প্রয়োজন তা নখদর্পণে রাখেন। তাকেই সব সময় পাওয়া যায়। আঞ্চলিক যোগাযোগের বিষয়ে তিনি বলেন, আমি নেপাল বা ভুটানকে কম গুরুত্বপূর্ণ বলছি না, তবে এক্ষেত্রে ভারত বেশি গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা ছাড়া সমঝোতার সেতু তৈরি করা সম্ভব না। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে সরকার চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেতুর পাইলিং এর কাজ শুরু হবে। দেশে নিরাপত্তা নিয়ে কিছু সমস্যা থাকলেও দুই বিদেশী নাগরিক হত্যাকাণ্ডে পর বিদেশীদের সতর্কতা জারি ঠিক হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ ধরণের রেড এলার্ট জারি করা আমাদের প্রতি অবিচার। ডিসিসিআই’র সভাপতি হোসেইন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) খুরশেদ আলম, নেপালের রাষ্ট্রদূত হারি কুমার শ্রেষ্টা বক্তব্য রাখেন।