Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: ভয়াবহ ভূমিকম্প আসন্ন বলে দাবি করলেন এক 56বিজ্ঞানী ড. কেশে। এই তীব্র ভমিকম্পে প্রায় চার কোটি মানুষের মৃত্য হতে পারে। এমনটি আস্ত একটা মহাদেশও দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে বলেও দাবি করেছেন তিনি। ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে ড. কেশে বলেছেন, সারা বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো শক্তিসম্পন্ন ওই ভূমিকম্পে উত্তর ও দক্ষিণ আমেরিকা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ডেলি স্টারে প্রকাশিত প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ইউনিভার্সিটি অফ লন্ডনের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ড. কেশে আরও দাবি করেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে উত্তর চিনে একাধিক ভূমিকম্প হবে। উল্লেখ্য, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে কোনও স্বীকৃতি বৈজ্ঞানিক পদ্ধতি নেই। তাই ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। এ ব্যাপারে ড. কেশের বক্তব্য,, নিজস্ব চিন্তাপদ্ধতি (স্কুল অফ থট)-এর ভিত্তিতেই তিনি এই পূর্বাভাস করছেন। ড. কেশের পূর্বাভাস, রিখটার স্কেলে ২০ থেকে ২৪ মাত্রার বেনজির ভূমিকম্প হতে পারে দক্ষিণ আমেরিকায়। ড. কেশের এই দাবির সঙ্গে অবশ্য সহমত হননি অন্যান্য বিজ্ঞানীরা।