Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: দেশের অন্যতম জনপ্রিয় মডেল অভিনেত্রী ফারিয়া 63শাহরিন। এই অভিনেত্রীকে নিয়ে মজার খবর হচ্ছে, তিনি নিজেকে এখনও বাচ্চা মনে করেন! তাই তিনি সাফ জানিয়ে দিয়েছেন এখনই বিয়ে নয়। তিনি নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান। ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, নো প্ল্যান ফর ‘বিবাহ’ রাইট নাউ। এই নামটা শুনলেই আমার হাত-পা ঠান্ডা হয়ে যায়। ভয় পাই অনেক। অ্যান্ড যদি বলি এটা করবো, এরে লাভ করি, হেন করি, তেন করি, কোন লাভ নেই। যেটা আল্লাহ লিখে রেখেছেন ওইটার সাথেই হবে। বাট যে আমাকে, আমার কাজকে রেসপেক্ট করবে, আমাকে বুঝবে, আমার সততাকে সম্মান করবে, আল্লাহ যেন তাকেই আমার লাইফ পার্টনার করেন। বাট এখনই না প্লিজ। বন্ধ করেন বিবাহের প্রস্তাব দেয়া। আমি এখনও দিল সি বাচ্চা।