Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: মাইক্রোব্লগিং সেবা টুইটারে ৪ শতাংশ শেয়ার নাকি 64এখন সাবেক মাইক্রোসফট সিইও স্টিভ বলমারের নিয়ন্ত্রণে! সম্প্রতি টুইট করেই মাইক্রোব্লগিং সেবাটির সঙ্গে এই সংশ্লিষ্টতার ঘোষণা দিয়েছেন খোদ স্টিভ। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারের বর্তমান বাজারমূল্য এখন ২ হাজার ৭৬ কোটি মার্কিন ডলার। সেই হিসেবে বলমারের মালিকানায় থাকা টুইটার শেয়ার মূল্য ৮৩ কোটি মার্কিন ডলারের খানিকটা বেশি। টেকক্রাঞ্চ জানিয়েছে, প্রাথমিক অবস্থায় বিভ্রান্তির জন্ম দিয়েছিল বলমারের টুইটটি। পরবর্তীতে ব্যবসা ও বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট ব্লুমবার্গকে ট্ইুটারের শেয়ার কেনার ব্যাপারে নিশ্চিত করেন বলমার। নিজের টুইটের শুরুতেই টুইটারের নতুন ‘মোমেন্ট’ সেবা নিয়ে প্রশংসা করেন বলমার। অক্টোবর মাসের শুরুতে চালু হওয়া ফিচারটির মাধ্যমে বিভিন্ন সমসাময়িক ও উল্লিখিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট টুইটগুলো দেখে নিতে পারবেন টুইটার ব্যবহারকারীরা। টেকক্রাঞ্চ জানিয়েছে, বলমার ট্ইুটারের সঙ্গে যুক্ত হয়েছেন গত কয়েক মাসের মধ্যে। মাইক্রোসফটের এই সাবেক সিইও’র শেয়ার কেনার খবর আগে প্রকাশিত না হওয়ায়, ধরে নেওয়া যেতে পারে অনেকটাই চুপিসারে লেনদের সেরেছেন বলমার ও টুইটার কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক অপর সাইট ভার্জ জানিয়েছে, বলমারের সংশ্লিষ্টতার খবর প্রকাশিত হওয়ার পর শেয়ার বাজারে টুইটার শেয়ারের দাম বেড়ে যায় শতকরা ৩ শতাংশ। অন্যদিকে বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ট্ইুটারও। আবারও সিইও হিসেবে প্রতিষ্ঠানটির হাল ধরেছেন সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। ডরসি ফেরার পর ৮ শতাংশ কর্মী ছাটাই করা হয়েছে প্রতিষ্ঠানটি থেকে। চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছে সাবেক গুগল নির্বাহী অমিদ কোরদেস্তানি।