খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: বাংলাদেশের গ্রাহকদের জন্য আইফোন ৬ এস ও আইফোন ৬ এস প্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। আগামী ৫ নভেম্বর থেকে গ্রাহকদের এই ফোন দেওয়া শুরু করবে অপারেটরটি। গ্রামীণফোনের পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফোনটি কিনতে আগ্রহীদের আগেই নিবন্ধন করতে হবে। আগামী শুক্রবার অর্থাৎ ২৩ অক্টোবর থেকে এ নিবন্ধন শুরু হবে। ফোনটির দাম ও কেনার অন্যান্য শর্ত সম্পর্কে পরে গ্রাহকদের জানানো হবে। গ্রামীণফোনের ওয়েবসাইট (যঃঃঢ়://িি.িমৎধসববহঢ়যড়হব.পড়স/ঢ়বৎংড়হধষ/রঢ়যড়হব-৬ং) থেকে আগ্রহীদের অগ্রিম নিবন্ধন করতে হবে। বিজ্ঞপ্তি।