Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কুপ্পো। রোববার 18ভোরে ঘূর্ণিঝড়টি দেশটির উত্তর উপকূলে আঘাত হানে। এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় এলাকা থেকে প্রায় সাড়ে ছয় হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার ভোর ৪টার দিকে রাজধানী ম্যানিলা থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে দুর্গম উপকূলীয় শহর কাসিগুরানে কুপ্পু আঘাত হানে। এসময় বাতাসের তীব্রতা ছিল ঘন্টায় ২১০ কিলোমিটার। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কাউন্সিল ডিজেডবিবি রেডিওকে জানিয়েছে, ‘ এটি ধীরে ধীরে দূর্বল হয়ে পড়ছে..আমরা আশা করছি এটা শিগগিরই এ দেশকে অতিক্রম করবে। স্থানীয় রেডিও স্টেশনগুলো জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে অরোরা ও ইসাবেলা প্রদেশে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। প্রসঙ্গত, প্রতিবছর ফিলিপাইনে ২০ টির বেশি ঘূর্ণিঝড় আঘাত হানে। এগুলোর অধিকাংশই হয় প্রচণ্ড শক্তিশালী।