খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : যোগাযোগের এই যুগে সকলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের অ্যাপস ব্যবহারে আগ্রহী। যে যার যার সুবিধামত অ্যাপস ব্যবহার করেন। তবে যদি হঠাৎ করে কোন অ্যাপস বন্ধ করা হয় তাহলে অবশ্যই তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। রিও ডি জেনারিও এর পুলিশ ব্রাজিলে পুলিশ অফিসারদের হোয়াটস অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তাদের মতে অফিসের কার্যক্রমের সময় হোয়াটস অ্যাপ ব্যবহারের ফলে অফিসের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। গত সপ্তাহে প্রচারিত একটি অভ্যন্তরীণ মেমোর মাধ্যমে ব্রাজিলের বাহিনী জানান, এটা একটি ‘গুরুতর অপরাধ’ হিসেবে গণ্য করা হবে। যদি অফিসের সময় স্মার্টফোন ও ট্যাবলেট এর ব্যবহার করা হয়। যাই হোক, অক্টোবর এর ৯ তারিখে এই মেমো তৈরি করা হলেও অপরাধীদের জন্য সম্ভাব্য ফলাফল খুঁজে রাখা হয়নি। ব্রাজিল সামাজিক মিডিয়ার বিশ্বের শীর্ষ ব্যবহারকারীদের মধ্যে অন্যতম এবং ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ অনেকের জন্য যোগাযোগের সর্বোত্তম পদ্ধতিতে পরিণত হয়েছে। মেমো বলেন যে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপস এবং বিভিন্ন সামাজিক মিডিয়া নিরাপত্তা ও উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এবং অফিসারদের সেবার মান কমে যায়। এসবের পরিবর্তে অফিসারদের রেডিও ব্যবহার করার কথা বলা হয়েছে।–সূত্র: মেট্রো।