Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : রংপুর বিভাগের দুই স্পিনার তানভীর হায়দার ও সঞ্জিত 27সাহার দারুণ বোলিংয়ে ঢাকা মেট্রোর প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৪২ রানে। ঢাকা মেট্রোর পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন আসিফ আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান আসে আগের ম্যাচে সেঞ্চুরি করা শামসুর রহমানের ব্যাট থেকে। এ ছাড়া মেহেদী মুরাদ ২২, জাবিদ হোসেন ২১*, মেহরাব হোসেন জুনিয়র ২০ ও মার্শাল আইয়্যুব ১৮ রান করেন। রংপুরের পক্ষে স্পিনার তানভীর হায়দার ৮১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। ৪৮ রানে ৩ উইকেট নেন আগের ম্যাচে ১১ উইকেট নেওয়া স্পিনার সঞ্জিত সাহা। এ ছাড়া দুই পেসার সাজেদুল ইসলাম ও সাদ্দাম হোসেনের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট। ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে প্রথম স্তরের এই ম্যাচে শনিবার প্রথম দিনের ৯২ ওভার খেলা শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ছিল ৭ উইকেটে ২১১ রান। আরাফাত সানী ৯ ও জাবিদ হোসেন ৮ রান নিয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রোববার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। দিনের দ্বিতীয় ওভারেই দলীয় ২১৩ রানে আরাফাত সানী রানআউটে কাটা পড়েন (১০। স্কোরবোর্ডে আর ১ রান জমা হতেই বিদায় নেন নতুন ব্যাটসম্যান আসিফ হাসান। এরপর শেষ উইকেটে জাবিদ হোসেন ও শহিদুল ইসলামের ২৮ রানের জুটিতে ২৪২ রান সংগ্রহ করতে পারে ঢাকা মেট্রো। শহিদুলকে (১২) ফিরিয়ে ইনিংসে নিজের চতুর্থ উইকেট তুলে নেন তানভীর। ২১ রানে অপরাজিত থাকেন জাবিদ। ঢাকা মেট্রো একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), শামসুর রহমান, মেহেদী মারুফ, মার্শাল আইয়্যুব, আসিফ আহমেদ, মোহাম্মদ শরীফউল্লাহ, জাবিদ হোসেন, মেহরাব হোসেন জুনিয়র, আরাফাত সানী, শহিদুল ইসলাম ও আসিফ হাসান। রংপুর বিভাগ একাদশ : নাসির হোসেন (অধিনায়ক), সোহরাওয়ার্দী শুভ, আরিফুল হক, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, তানভীর হায়দার, সাজেদুল ইসলাম, সাদ্দাম হোসেন, তারিক আহমেদ, নবীন ইসলাম ও সঞ্জিত সাহা। উল্লেখ্য, এদিকে তিন রাউন্ড শেষে প্রথম স্তরের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা মেট্রো। ৩ ম্যাচে দুটিতে ড্র ও একটি জয়ে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। অন্যদিকে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। ৩ ম্যাচের একটিতে ড্র আর দুটিতে হেরেছে তারা।