Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি 41করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের রেড এলার্ট জারি নিয়ে তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র আমাদেরকে কিছুই জানায়নি। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলাফল। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই দাবি করে তিনি বলেন, দেশে যখনই কোনো জঙ্গি গোষ্ঠী আত্মপ্রকাশের চেষ্টা চালায় তখনই আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করছি। কাজেই আইএস বলে দেশে এখনও কাউকে খুঁজে পাইনি। ২ বিদেশী হত্যা সম্পর্কে তিনি বলেন, এটা কোনো জঙ্গিদের কাজ নয়, এটা পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। মন্ত্রী বলেন, সামনে আমাদের ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। তাই নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তারা আইন-শৃঙ্খলা নিয়ে তৎপর রয়েছে। দেশে অবস্থানরত বিদেশীরা এখন ভীতু নয় দাবি করে তিনি বলেন, বাংলাদেশে রুটিন মাপিক তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিগ্রই দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ২০টি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের অংশগ্রহনে একটি সম্মেলন হবে।